নড়াইলে কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড: অবহেলায় অকেজো, আসছে না কাজে
বৃষ্টি, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, আলোকঘণ্টা প্রভৃতি তথ্য কৃষকদের আগাম সরবরাহ করতে সারা দেশের মতো নড়াইল সদরের সাতটি ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয় কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ড। কিন্তু অবহেলা-অযত্নে দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে রয়েছে বোর্ডগুলো। কোথাও চুরি হয়ে গেছে রেইন গেজ মিটার ও সৌর…