এনবিআরের নজরদারিতে শীর্ষ ৫০ ভ্যাট প্রতিষ্ঠান
বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে মূল্য সংযোজন কর– ভ্যাট আদায় বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এ ছাড়া টোবাকো বা তামাক খাতে ফাঁকি রোধ করে এ খাত থেকে আদায় আরও বাড়াতে চায় সংস্থাটি। বর্তমানে সাড়ে তিন শ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এদের কাছ থেকে মোট ভ্যাটের ৫৪ শতাংশ আদায় হয়। সূত্র জানায়,…