দাদির বায়োপিক প্রশ্নে কী বললেন সারা
তারকা দাদির নাতি বলে কথা। তুলনা তো আসেই। আসে নানির চরিত্রে অভিনয়ের প্রসঙ্গও। সেই প্রশ্নের মুখোমুখি এবার সারা আলী খান। সাইফ আলী খান কন্যার উত্তর কী? বিনয় আর শ্রদ্ধাভরা উত্তরে জানা গেল, সম্মতি আছে। তবে সংশয়ও কম নেই! সারার দাদি মানে সাইফ আলী খানের মা বিখ্যাত অভিনেত্রী শর্মিলী ঠাকুর।…