কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের ভলভো গাড়ির নিচে বিশেষ কায়দায় রাখা হয়েছিল ইয়াবা। ঢাকার সায়েদাবাদে এসে গাড়িটি নষ্ট হয়ে যায়। গাড়ি সারাতে গিয়ে ইয়াবা রাখার বিষয়টি চোখে পড়ে গাড়ির মিস্ত্রির। খবরটি দ্রুত জরুরি হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করে জানান গাড়ির সুপারভাইজার সাবেত হোসেন। সাবেতের তথ্যে…