দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের খাবারে সারা দিনের বরাদ্দ ১২৫ টাকা। এই টাকায় সকাল থেকে রাত পর্যন্ত তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়। তবে চিকিৎসা পদ্ধতির ভিন্নতার কারণে পাবনার মানসিক হাসপাতালে একই বরাদ্দে খাবার দিতে হয় চার বেলা। এই টাকা থেকেও ভ্যাট কাটার পর বাকি থাকে মাত্র ১০৫…