সিটির ট্রেবল আটকাতে সব নিংড়ে দেবে ইউনাইটেড
সলি মার্চ আকাশে বল তুলে দিতেই আনন্দে ফেটে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটে্ড সমর্থকেরা। সে আনন্দ যেন বিষাদে রূপ না নেয়, তা নিশ্চিত করেছেন ভিক্তর লিন্ডলফ। সুইডিশ ডিফেন্ডারের শট জালে জেতেই টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের। এফএ কাপের সেমিফাইনালে গতকাল ব্রাইটন-ইউনাইটেড ম্যাচের…