১৭৫ কোটি খরচ করে পটারকে পেয়েছে চেলসি
টুখেল বরখাস্ত হওয়ার পর যাঁকে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি ছিল, সেই গ্রাহাম পটারই এসেছেন চেলসির কোচ হয়ে। এ জন্য অবশ্য পটারের আগের ক্লাব ব্রাইটনকে বিশাল অঙ্কের অর্থ দিতে হয়েছে চেলসিকে। ১ কোটি ৬০ লাখ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় ১৭০ কোটি টাকারও বেশি। ব্রাইটনকে গত মৌসুমে লিগে ক্লাবটির ইতিহাসে…