খুলল বিআরটির একাংশ, পুরো ‘কাঁটা’ নামবে কবে
যানজট কমানোর আশা দেখিয়ে শুরু হয়েছিল বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। চার বছরের কাজ ১০ বছরেও শেষ না হওয়ায় সেই প্রকল্প এখন ঢাকা-ময়মনসিংহ সড়কে চলাচলকারীদের ‘গলার কাঁটা’। দুর্ভোগ আর ভোগান্তির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। প্রকল্পের গার্ডার পড়ে মানুষের মৃত্যু, যানজটে…