ভাঙা হলো বিতর্কিত যাত্রীছাউনির রেলিং
রাজধানীর মৎস্য ভবন মোড় এলাকার ফুটপাতে একটি যাত্রীছাউনি স্থাপন করা হয়। সাধারণত যাত্রীছাউনির আসন থাকে ফুটপাতে ভেতরের দিকে চেপে। কিন্তু এই যাত্রীছাউনির আসনটি তৈরি করা হয় ফুটপাতের মাঝখানে। সামনে এবং পেছনে ফাঁকা। আবার ছাউনিটি রেলিং দিয়ে ঘেরা, বের হওয়ার কোনো জায়গা নেই। ছাউনিটি নিয়ে সামাজিক…