এক মৌসুমে ৪ কোটি টাকার চারা বিক্রি
এক পাশে গোমতী নদী, অন্য পাশে রানী ময়নামতির প্রাসাদ। এর মাঝেই সমেষপুর গ্রাম। কুমিল্লার বুড়িচং উপজেলার এই গ্রামের চাষিরা এখন চারা পরিচর্যার কাজে ব্যস্ত। বছরের ভাদ্র থেকে অগ্রহায়ণ এই চার মাস চারা উৎপাদন ও বিক্রি হয়। এই চার মাসে প্রায় ৪ কোটি টাকারও বেশি রবিশস্যের চারা উৎপাদন করেন গ্রামটির…