গেভোরাকে ছাড়িয়ে যাবে সিয়েল হোটেল
বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল বানানোর উদ্যোগ নিয়েছে দুবাই। সিয়েল হোটেল নামের যে আকাশচুম্বী ভবন তারা নির্মাণ করছে, তার উচ্চতা ৩৬৫ মিটার। এটি বতর্মানে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল গেভোরার চেয়ে ৯ মিটার বেশি উঁচু হবে। ৩৫৬ মিটার উচ্চতার গেভোরা হোটেলটিও দুবাইয়ে অবস্থিত। ২০১৮ সালে ৭৫ তলা উঁচু…