গুলশানের অফিস শেষ করে সন্ধ্যায় বাড্ডার বাসায় ফিরছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী ইত্তেহাদুল ইসলাম। বাড্ডায় গিয়ে বাস থেকে নামার আগ মুহূর্তে পকেট থেকে মোবাইলটি নিয়ে যায় এক পকেটমার। আইফোন ১৩ সিরিজের মূল্যবান ফোনটি হারিয়ে দৌড়ে যান থানা পুলিশের কাছে। করেন জিডি। কিন্তু থানা পুলিশের…