বিচ্ছেদের গুঞ্জন পেরিয়ে সুখবর
একটি টুইট বলিউড ভক্তদের মাঝে মুহূর্তেই ভাইরাল। ইন্ডাস্ট্রির হাইভোল্টেজ কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের নাকি ঝামেলা চলছে। শিগগিরই হয়ে যেতে পারে বিচ্ছেদ। দীপিকার অসুস্থতার খবর এখনো ম্লান হয়ে যায়নি। তার মধ্যেই এমন খবরে চিন্তিত দীপবীর ভক্তরা। চলচ্চিত্র সমালোচক উমেইর সন্ধু টুইট করেছেন,…