শীত এখনো জেঁকে না বসলেও দরজায় কড়া নাড়ছে। এরই মধ্যে বিদায় নিয়েছে শরৎ ঋতু। হেমন্তকে বরণও করেছে প্রকৃতি। ফলে প্রভাতের হালকা শিশিরে ভেজা ঘাস জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এতে বেড়েছে অযত্নে-অবহেলায় পড়ে থাকা রাজশাহীর গ্রামগঞ্জের খেজুরগাছের কদর। রস সংগ্রহের উপযোগী করতে কেউ কেউ ইতোমধ্যে…