আলী যাকের ও তার চরিত্ররা
নানাবাড়ি কলকাতা হওয়ায় উৎপল দত্ত আর শম্ভু মিত্রের প্রচুর নাটক দেখেছেন। মা-ই নিয়ে যেতেন থিয়েটারে। প্রথম দেখা সম্ভবত ‘রক্ত করবী’। সেই নাটক দেখা আর মুগ্ধ হওয়া একদিন বাংলাদেশকে উপহার দিল ‘গ্যালিলিও’, ‘দেওয়ান গাজী’, ‘নূরলদীন’, ‘বড় চাচা’…