বিশ্বকাপের মধ্যেই বোমা ফাটাল জুভেন্টাস, পদত্যাগ বোর্ড সভাপতির
চলছে বিশ্বকাপ। এ সময়ে ক্লাব ফুটবলে কী হচ্ছে না হচ্ছে, সে খোঁজ কে রাখে? সে কারণেই কি না, সবাইকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জুভেন্টাসের সভাপতি আন্দ্রেয়া আনেয়েল্লি। বোর্ডের সব পরিচালককে নিয়ে পদত্যাগ করেছেন ক্লাবটার সভাপতি। যার মধ্যে রয়েছেন জুভেন্টাসের সাবেক তারকা মিডফিল্ডার ও সহসভাপতি…