মেসি-এমবাপ্পের গোলে পিএসজির হাতের নাগালে শিরোপা
প্রথমে ফ্রেঞ্চ ফরোয়ার্ড গোল করলেন, তারপর ব্রাজিলিয়ান তারকা, মধুময় সমাপ্তি আর্জেন্টাইন ফরোয়ার্ডের পায়ে। পিএসজির জার্সিতে এমন কিছু মানে তো মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর ঝলক। কাল অনেকটা তেমনটাই হয়েছে। শুধু চোটগ্রস্থ নেইমারের জায়গাটা নিয়েছেন ভিতিনিয়া। গতকাল প্রথমার্ধে ১০ মিনিটের মধ্যে…