আর্সেনাল গ্রেটকে তাড়িয়ে দিল ইংলিশ ক্লাব
ক্রিস্টাল প্যালেসের ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে পাত্রিক ভিয়েইরাকে। তার কোচিং স্টাফের তিন সদস্য ওসিয়ান রবার্টস, ক্রিস্টিয়ান উইলসন এবং সাইদ আইগুনকেও অব্যাহতি দিয়েছে ক্লাবটি। মূলত দলের ফর্মের দুরবস্থার কারণেই চাকরি হারিয়েছেন সাবেক আর্সেনাল ফুটবলার ভিয়েইরা। সর্বশেষ ১৪ ম্যাচে…