এমবাপ্পের চুক্তি ৬ হাজার ৩০০ কোটি টাকার!
‘ইটস নট অ্যাবাউট মানি।’না, ব্যাটম্যান ট্রিলজির ডার্কনাইটে জোকারের মতো করে কোনো বার্তা দিতে চাননি নাসের আল-খেলাইফি। তবে এক বছর ধরে রিয়াল মাদ্রিদে যাওয়ার সব ইঙ্গিত দিয়েও গত মে মাসে কিলিয়ান এমবাপ্পে যখন পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত জানালেন, ফ্রেঞ্চ ক্লাবটির সভাপতি আল-খেলাইফি…