কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে দুই বন্দির মৃত্যু
মৃত দুজন হলেন— ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নামামহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৬২) ও মাদারীপুরের শিবচর থানার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারী (৪২)। আব্দুল জলিল আরও জানান, সকাল ৮টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন আরেক বন্দি খোকন বেপারী। তাকেও একই…