চাঁদপুরের মতলবের বিষ্ণুপুর ইউনিয়নের এক প্রত্যন্ত চর। নাম কানুদির চর। বিদ্যুৎ নেই। মোবাইল নেটওয়ার্কের অবস্থাও ‘যাই-আসি’ টাইপ। যোগাযোগব্যবস্থা বলতে ইঞ্জিনচালিত নৌকা। এমন এক দুর্গম চরে ৫০-৬০টি পরিবারের বসবাস। এই পরিবারগুলোর কাছে ‘নয়া মানুষ’ হিসেবে হাজির হয়েছে শুটিং ইউনিটের একদল মানুষ।…