২০১৫ সালে বিজ্ঞানী তাকাকি কাজিতা ও আর্থার বি. ম্যাকডোনাল্ড যুগ্মভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পাওয়ার আগে নিউট্রিনো সম্পর্কে কেউই খুব একটা মাথা ঘামায়নি। ১৯৯৮ সালে সর্বপ্রথম নিউট্রিনোর ভরের উপস্থিতির আভাস পাওয়া গেলেও বিষয়টি সর্বজনীন স্বীকৃতি পেয়েছে ২০১৫ সালে। তখনই লোকচক্ষুর সামনে উন্মোচিত…