দুই পাইলট ঘুমাচ্ছিলেন, তাই অবতরণে দেরি
উড়োজাহাজটি সুদানের রাজধানী খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাচ্ছিল। অবতরণের যখন সময়, ককপিটে বসে পাইলট ও তার সহযোগী- দুজনেই ঘুমিয়ে পড়েছিলেন। যাত্রীবাহী উড়োজাহাজটি তাই গন্তব্য পার হয়ে আকাশে ৩৭ হাজার ফুট উঁচুতে ঘুরতে থাকে। ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের…