বিজ্ঞপ্তি: ওপেনার চাই
২৭ বলে ২৭ রান। শুনতে খুব বেশি খারাপ লাগে না। কিন্তু যদি সেটা টি-টোয়েন্টিতে হয়? একটু ভ্রু কুঁচকে উঠছে? আরেকটু যোগ করা যাক, এই ২৭ রান এসেছে ৪ ম্যাচে। এই পারফরম্যান্স যে সমালোচনার যোগ্য, এ নিয়ে নিশ্চয়ই প্রশ্ন জাগে না। তা ফিরতেই পারেন, ঘরোয়া ক্রিকেটে বা জাতীয় দলের পাইপলাইন বলে…