গাঁয়ের ধুলোমাখা পথে প্রভাতফেরি, বাঁশের শহীদ মিনারে শ্রদ্ধা
কারও বয়স ৫-৬ বছর, কারও ৭-৮, কারওবা ৯-১০ বছর। এই শিশুদের কারও হাতে ভাঁটফুল, কারও হাতে পাতায় বানানো তোড়া, কারও হাতে গোলাপ-গাঁদা। তারা এসেছে প্রভাতফেরিতে। বায়ান্নর যে বীর সেনানিরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠা করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।…