রোবটটি হাঁটে, কথা বলে, টুকটাক কাজও করে
রোবটটি চলাফেরা করতে পারে, শেখানো কথা বলতে পারে, আবার নির্দেশনা অনুযায়ী কাজও করে। ‘রিকো’ নামের রোবটটির কাঠামোয় মিল আছে মানবদেহের সঙ্গে। শিক্ষকের তত্ত্বাবধানে এই রোবট বানিয়েছেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের পাঁচ শিক্ষার্থী। রোবটটি উদ্ভাবনের লক্ষ্য মূলত দক্ষতা অর্জন বলে…