মো. আবু সালেহ সেকেন্দার মক্কার অতি পরিচিত মুখ আল-আমিন বলে খ্যাতি লাভকারী হজরত মুহাম্মদ (সা.) হঠাৎ করে সবার চক্ষুশূল হয়ে ওঠেন। তার নতুন প্রচারিত মতবাদ চারদিকে শোরগোল ফেলে দেয়। মক্কার ধর্মনেতারা মহা চিন্তাগ্রস্ত। কারণ হজরত মুহাম্মদ প্রচারিত মতবাদ তাদের প্রচারিত মতবাদের বিপরীত। ফলে…