বুকে প্রচন্ড ব্যথায় কেঁদে মাঠ ছাড়লেন ইউভেন্তুস গোলকিপার
ফুটবলে ইদানিং হৃদরোগ-সংক্রান্ত জটিলতা কি বাড়ছে? সের্হিও আগুয়েরো বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পর ফুটবলই যে ছাড়তে হলো, সে দুঃস্মৃতি তো এখনো তাজা ফুটবলপ্রেমীদের মনে। ক্রিস্টিয়ান এরিকসেন ২০২০ ইউরোর সময়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন। তেমন দুঃস্মৃতিই কাল ফিরে ফিরে আসছিল ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালে…