পেলের কান্না, পেলের ফেরা
মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ। জুন-জুলাইয়ের টান ভুলে নভেম্বর-ডিসেম্বরেও প্রথম বিশ্বকাপ। আয়োজকদের নিয়ে সবচেয়ে বিতর্ক সৃষ্টিকারীও হয়তো। দেখতে দেখতে অপেক্ষা ফুরিয়ে আসছে, বিশ্বকাপের মাসের সপ্তম দিন চলছে। বিশ্বকাপের আগের আসরগুলো নিয়ে ধারাবাহিকের সপ্তম পর্বে আজ স্মৃতি ফিরছে ১৯৬৬ আর ১৯৭০…