মালয়েশিয়ার লংকাউইতে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে ‘আয়রনম্যান’ চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। একজন অপেশাদার ক্রীড়াবিদ (ট্রায়াথলেট) হয়েও আয়রনম্যানের পূর্ণ দূরত্ব প্রতিযোগিতায় অংশ নেন। প্রথম কোনো পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি সফলভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করেন।গতকাল…