নেইমার: আলোকিত প্যারিস, অপেক্ষায় ব্রাজিল
এ জন্যই সম্ভবত বলে, খেয়ালি প্রতিভাধরদের মাঝে মাঝে অহমে ধাক্কা দিতে হয়! না হলে তাদের আড়মোড়া ভাঙে না। অবিশ্বাস্য প্রতিভার হেঁয়ালি অপচয়–নেইমারের ক্যারিয়ারের দীর্ঘশ্বাসকে সম্ভবত এই চার শব্দে বুঝিয়ে দেয়া যায়। কিশোর বয়সে সান্তোসে পায়ের নাচনে মুগ্ধতা ছড়ানো নেইমারের ৩০ বছর বয়স পেরিয়েও যখন…