সবে তো শুরু আলকারাসের
ম্যাচ তখন অন্তিম মুহূর্তে। আগের তিন সেটে ২-১-এ এগিয়ে কার্লোস আলকারাস। আর একটা ম্যাচ পয়েন্ট হলেই চতুর্থ সেটের খেলা খতম, ফাইনালেরও। শিরোপা জিতে যাবেন স্প্যানিয়ার্ড আলকারাস। সার্ভিস করলেন। এইস হতে দিলেন না ক্যাসপার রুড। অনেক চেষ্টা করে র্যাকেটে ছোঁয়া লাগালেও বল ধরে রাখতে পারলেন না…