শিশুদের ‘গঞ্জের হাট’
প্রকৃতপক্ষে জায়গাটি স্কুলের মাঠ। কিন্তু সেখানেই বসেছে নয়টি দোকান। কোনো দোকানে মিলছে সবজি, কোনো দোকানে মিষ্টি, কোথাও নিত্যপণ্য। ক্রেতারাও আসছেন, দরদাম করে কিনছেন পছন্দের পণ্যটি। না, স্কুলের মাঠ দখল করে সত্যি সত্যি কোনো বাজার বসেনি। নওগাঁর সাপাহার উপজেলায় সাপাহার ক্যাডেট একাডেমি স্কুলের…