আঁধারে আলো জ্বালানো কিশোরের গল্প
সাদিকুর রহমান মানুষ ঠেকে শেখে- এ কথা প্রচলিত। বাধার মুখেই ঘুরে দাঁড়ায় নতুন করে। আফ্রিকার দেশ মালাউইর উইলিয়াম কামকোয়ামবার গল্পটা এমনই। কিন্তু উইলিয়ামের ঘুরে দাঁড়ানো বদলে দিয়েছিল একটি জনগোষ্ঠীর গোটা জীবন। অর্থের অভাবে যার স্কুলে যাওয়াই হয়নি, তার উদ্ভাবন ধুঁকতে ধুঁকতে মরে যাওয়া থেকে…