অস্টিওপোরেসিস বা হাড় ক্ষয় - বিপদের পদধ্বনি
সত্তরোর্ধ্ব একজন মানুষ, লাঠিতে ভর করে হাঁটেন, শারীরিক দুর্বলতার জন্য বাসার বাইরে তেমন একটা যান না, একদিন হঠাৎ কার্পেটে হোঁচট খেয়ে পড়ে যাননি, কিন্তু কোমরে ব্যথা পেয়েছেন। এক্স-রে করতেই দেখা গেল হিপ বোন ভেঙে গেছে! চিকিৎসক বলেছেন অপারেশন করতে হবে। এমন একটা পরিস্থিতিতে পরিবারের সবাই…