শনিবার, ২৯ জুন ২০২৪

ঢাবিতে আন্তর্জাতিক বোটানিক্যাল সম্মেলন

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৩:১০

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে দুদিনব্যাপী ৮ম আন্তর্জাতিক বোটানিক্যাল সম্মেলন গতকাল বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কে এম নজরুল ইসলাম এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের সভাপতি নুরুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ড. আসফাক আহমদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি


মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে এপিএ স্বাক্ষর

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও ঋণস্থিতির ভিত্তিতে শীর্ষ ২০ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে গতকাল বুধবার বাংলাদেশ সরকারের ন্যায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও ঋণস্থিতির ভিত্তিতে শীর্ষ ২০ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মধ্যে গতকাল বুধবার বাংলাদেশ সরকারের ন্যায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ ২০১৪-২০১৫ অর্থবছর থেকে সরকারি কর্মকান্ডে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন, সেবার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ফলভিত্তিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় সনদপ্রাপ্ত ঋণস্থিতির ভিত্তিতে শীর্ষ ২০ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, টিএমএসএস, সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস), জাগরণী চক্র ফাউন্ডেশন, সাজেদা ফাউন্ডেশন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনেসিয়েটিভ ফর প্রোগ্রামড একশনস (উদ্দীপন), পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে), শক্তি ফাউন্ডেশন, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বীজ), গ্রাম উন্নয়ন কর্ম (গাক), সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ), পিপলস ওরিয়েন্টেড ইমপ্লিমেন্টেশন (পপি), রিসোর্স এন্ট্রিগ্রেশন সেন্টার (রিক), আরডিআরএস বাংলাদেশ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ও এসকেএস ফাউন্ডেশনের সঙ্গে অথরিটি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। অথরিটির পক্ষে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের পক্ষে নিজ নিজ প্রধান নির্বাহীরা ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অথরিটির ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তি স্বাক্ষরের ফলে এখন থেকে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত গুরুত্বপূর্ণ সূচকে তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে অথরিটিতে তথ্য সরবরাহ করবেন, যা মূল্যায়ন করে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হবে। বিজ্ঞপ্তি

বিষয়:

বিএটি বাংলাদেশের নতুন চেয়ারম্যান ওয়েল সাবরা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিএটি বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন ওয়েল সাবরা। আগামী ১ আগস্ট থেকে বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হবেন সাবরা। তিনি ২০০৩ সালে বিএটিতে কর্মজীবন শুরু করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কাজ করার মাধ্যমে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন। এ সময় তিনি বিএটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে প্রতিষ্ঠানের অব্যাহত সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখেন। ২০২৩ সালের মার্চ মাস থেকে সাবরা বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদের একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি বিএটি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, ককেশাস এবং মধ্য এশিয়ার এরিয়া ডিরেক্টর। তিনি ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর এবং আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি একজন সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। সাবরা গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি বিএটি বাংলাদেশে ৪২ বছরের অসামান্য কর্মজীবন সম্পন্ন করেছেন। গোলাম মইন উদ্দীন ১৯৮৩ সালে কোম্পানির সঙ্গে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৮ সালে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম পরিচালনায় বিএটি বাংলাদেশের রূপান্তরের যাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্ব। বিজ্ঞপ্তি

বিষয়:

মালয়েশিয়ায় অগ্রণী ব্যাংকের সচেতনতামূলক সভা

বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ, সর্বজনীন পেনশন ‘প্রবাস’ স্কিমে অংশগ্রহণ ও অফশোর ব্যাংকিং ডিপোজিট অ্যাকাউন্ট সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা সভা করেছে মালয়েশিয়ায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী রেমিট্যান্স হাউস। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ, সর্বজনীন পেনশন ‘প্রবাস’ স্কিমে অংশগ্রহণ ও অফশোর ব্যাংকিং ডিপোজিট অ্যাকাউন্ট সংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা সভা করেছে মালয়েশিয়ায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী রেমিট্যান্স হাউস। গত ২৪ জুন অগ্রণী রেমিট্যান্স হাউস ও মালয়েশিয়ার সিল কনসাল্ট এসডিএন বিএইচডির আয়োজনে সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্ল্যাংয়ের পোলাও ইন্দা সানওয়ে ডাইসো ডিজিসি প্রজেক্টে এ সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর। সিল কনসাল্ট এসডিএন বিএইচডি মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আমিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় অগ্রণী রেমিট্যান্স হাউস এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার সিইও এবং পরিচালক সুলতান আহমেদসহ বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। সভায় বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানিয়ে প্রবাসীদের উদ্দেশে প্রধান অতিথি ড. জায়েদ বখ্ত বলেন, সরকার দীর্ঘ মেয়াদে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম চালু করেছে। এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে। তিনি আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের সক্ষমতাও অনেকগুণ বেড়েছে। অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। তিনি প্রবাস পেনশন স্কিম এবং অফশোর ব্যাংকিং ডিপোজিট অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অগ্রণী রেমিট্যান্স হাউসের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

বিষয়:

অংশীজনের অংশগ্রহণে আইসিবির সভা

আইসিবি ও এর তিন সাবসিডিয়ারি কোম্পানির অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা গতকাল বুধবার আইসিবি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও এর তিন সাবসিডিয়ারি কোম্পানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গতকাল বুধবার আইসিবি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট কর্মচারীসহ আইসিবি ও সাবসিডিয়ারি কোম্পানিগুলোর সেবাগ্রহণকারী গ্রাহক ও অন্য অংশীজন ওই সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত অংশীজন পুঁজিবাজার উন্নয়ন ও আইসিবির গ্রাহকসেবা বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

বিষয়:

এবি ব্যাংকের মোংলা সমুদ্রবন্দর উপশাখা উদ্বোধন

এবি ব্যাংক পিএলসির ৫০তম উপশাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মোংলা সমুদ্রবন্দর উপশাখা। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

এবি ব্যাংক পিএলসির ৫০তম উপশাখা হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মোংলা সমুদ্রবন্দর উপশাখা। এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল গতকাল বুধবার বাগেরহাট জেলার মোংলা বন্দর প্রাঙ্গণে এ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

বিষয়:

সোশ্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান এবং উল্লেখযোগ্য শেয়ারহোল্ডার এতে অংশগ্রহণ করেন। এ ছাড়াও সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল সভায় শেয়ারহোল্ডাররা ১০% লভ্যাংশের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংকের অগ্রগতির জন্য নানা পরামর্শ প্রদান করেন। ব্যাংকের কোম্পানি সচিব মো. নাজমুল আহসান অনুষ্ঠান পরিচালনা করেন। সভাপতির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সম্মানিত শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকে ধন্যবাদ প্রদান করেন এবং তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের অগ্রগতির বিভিন্ন সূচক তুলে ধরেন। তিনি ব্যাংকের বিভিন্ন সেবাপণ্য সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন এবং ব্যাংকের ওপর আস্থা রাখার জন্য তাদের ধন্যবাদ জানান। পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় সোশ্যাল ইসলামী ব্যাংক কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিষয়:

সেন্ট মার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল বাংলাদেশ কোস্ট গার্ড

সেন্ট মার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত
আপডেটেড ২৬ জুন, ২০২৪ ১০:১৮
দৈনিক বাংলা ডেস্ক

সেন্ট মার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল মঙ্গলবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল-চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুস্থ ও নিম্ন আয়ের মানুষের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য গতকাল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সেন্ট মার্টিন দ্বীপে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময়ে বাংলাদেশ কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাসহ ২৩০ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী প্রদান করেন। বিজ্ঞপ্তি


‘ডিএনএ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে পরিণত করা হবে’

আপডেটেড ২৬ জুন, ২০২৪ ১১:০৩
দৈনিক বাংলা ডেস্ক

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সিমিন হোসেন (রিমি) বলেছেন, দোষী ব্যক্তিকে শনাক্ত করা, মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া, মামলার প্রাথমিক পর্যায়ে থেকে বিচার প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে এবং বিচারোত্তর সত্য উদ্ঘাটনে ডিএনএ ল্যাবরটরি ব্যবস্থাপনা অধিদপ্তর অগ্রণী ভূমিকা পালন করছে। ডিএনএ ল্যাবরেটরিকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে পরিণত করা হবে।

গতকাল বেইলী রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ডিএনএ দিবস উদযাপন উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি একথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ১৯৮৬ সাল থেকে অপরাধ বিজ্ঞান ও অপরাধমূলক বিচারব্যবস্থায় ডিএনএ প্রযুক্তি বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট একটি যুগান্তকারী সংযোজন। এটি বিচারব্যবস্থাকে একটি নতুন যুগে উত্তরণ ঘটিয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশব্যাপী এই সুবিধা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্ক্রিনিং সুবিধা সম্পন্ন আটটি বিভাগীয় শহরে আটটি মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি স্থাপন হয়েছে যেখান থেকে স্ক্রিনিং করা আলামত পরবর্তী পরীক্ষার জন্য ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে পাঠানো হয়।

সেমিনারে অন্যদের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ডা.এ এম পারভেজ রহিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


হয়রানির শিকার হলে তাৎক্ষণিক জানান: বিএসটিআইর মহাপরিচালক

বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে গতকাল বিএসটিআইর কর্মকাণ্ডে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকল্পে স্টেকহোল্ডারদের নিয়ে গণশুনানি হয়। ছবি : সংগৃহীত
আপডেটেড ২৬ জুন, ২০২৪ ১১:২৪
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সেবা গ্রহণে যেকোনো ধরনের হয়রানির শিকার হলে তা তাৎক্ষণিক জানানোর আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। পাশাপাশি বিএসটিআইর সেবা প্রদানে গতিশীলতা আনয়নের পরামর্শসহ পণ্য রপ্তানিতে কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না সে বিষয়েও অবহিত করার অনুরোধ জানান তিনি। গতকাল মঙ্গলবার বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে বিএসটিআইর কর্মকাণ্ডে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকল্পে স্টেকহোল্ডারদের নিয়ে গণশুনানিতে তিনি এ আহ্বান জানান। বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সভাপতিত্বে গণশুনানিতে বিএসটিআইর পরিচালকরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসটিআই আয়োজিত গণশুনানিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, স্বপ্ন, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, সেফ ইন্টারন্যাশনাল, সজীব গ্রুপ, ইনসিস্ট সিমেন্ট, আর আর ক্যাবলস, ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার, বনফুল কোং, এসিআই লিমিটেড, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফুওয়াং ফুডস লিমিটেডসহ বিভিন্ন ব্যবসায়ী ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিএসটিআইর সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। বিজ্ঞপ্তি


পুরস্কার পেল ইউসিবি ইনভেস্টমেন্ট

আপডেটেড ২৬ জুন, ২০২৪ ১১:৪৬
দৈনিক বাংলা ডেস্ক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পূর্ণ মালিকানাধীন একটি অঙ্গ প্রতিষ্ঠান ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটি ২০২৩ সালের ধারাবাহিকতায় ২০২৪ সালেও ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডসে বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে পুরস্কৃত হয়েছে। ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস এশিয়াজুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেবার শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রসিদ্ধ। ইউসিবি ইনভেস্টমেন্টের এই ধারাবাহিক সাফল্য শুধু বাংলাদেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে তার নেতৃস্থানীয় অবস্থানকে তুলে ধরে না বরং এ খাতের মান উন্নয়ন এবং নতুন নতুন সেবার উদ্ভাবনের প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতিকেও প্রতিফলিত করে। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি আমাদের কর্মীদের ধারাবাহিক পরিশ্রম এবং একান্ত প্রচেষ্টার প্রতিফলন। আমাদের প্রতি অবিচল আস্থার জন্য আমরা আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব এবং বাংলাদেশের আর্থিক বাজারের বিকাশ ও উন্নয়নে অবদান রাখব।’ এ পুরস্কারের পাশাপাশি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন- ইউরোমানি, এশিয়ামানি এবং অ্যাসেট ট্রিপল এ-এর থেকেও বিভিন্ন সময়ে পুরস্কার অর্জন করেছে, যা বাংলাদেশের ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে তাদের গুরুত্বপূর্ণ অবদানের দর্পণস্বরূপ। প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কাযক্রম শুরুর মাত্র ১ বছরের মধ্যে ২০২২ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে মার্চেন্ট ব্যাংক ক্যাটাগরিতে প্রথম পুরস্কারও অর্জন করেছে, যা নিয়ন্ত্রক সংস্থা হতে দেশের আর্থিক বাজারের উন্নয়নে তাদের নিরলস ভূমিকার স্বীকৃতি প্রদান করে। বিজ্ঞপ্তি


চীনা কোম্পানির ১০ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে বেপজার সঙ্গে চুক্তি স্বাক্ষর করল চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান আলপেন বানিয়ান গার্মেন্টস বিডি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি বার্ষিক ৪ কোটি ৩০ লাখ পিস ওভেন ও নিট পোশাক সামগ্রী প্রস্তুত করবে যেখানে ১১ হাজার ৯৯৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং আলপেন বানিয়ান গার্মেন্টস বিডি কোম্পানি লিমিটেডের পরিচালক লি টিয়ানিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে এটিই প্রস্তাবিত সর্বোচ্চ বিনিয়োগ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) ফজলুল হক মজুমদারসহ কোম্পানিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ২৬ জুন, ২০২৪ ১১:৪৩
করপোরেট ডেস্ক

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে চুক্তি স্বাক্ষর করলো চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান আলপেন বানিয়ান গার্মেন্টস বিডি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রায় ৯০ হাজার বর্গমিটার জমির উপর একটি পোশাক কারখানা স্থাপন করবে যেখানে বার্ষিক ৪ কোটি ৩০ লাখ পিস ওভেন ও নিট পোশাক প্রস্তুত হবে। পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হলে প্রতিষ্ঠানটিতে ১১ হাজার ৯৯৫ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মোঃ আশরাফুল কবীর এবং আলপেন বানিয়ান গার্মেন্টস বিডি কোম্পানি লিমিটেডের পরিচালক লি টিয়ানিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে এটিই প্রস্তাবিত সর্বোচ্চ বিনিয়োগ। বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে নির্বাচনের জন্য আলপেন বানিয়ান গার্মেন্টসকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, বেপজা তৈরি পোশাক এবং টেক্সটাইলসহ সব খাতকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য স্বাগত জানায় তবে অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সসহ আইটি পণ্যের মতো বৈচিত্র্যময় খাতের আরো বেশি বিনিয়োগকে উৎসাহিত করে।

চট্টগ্রামের মীরসরাইয়ে স্থাপিত বেপজার সর্ববৃহৎ উদ্যোগ বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য বেপজা দেশি- বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। আলপেন বানিয়ান গার্মেন্টসসহ মোট ২৯টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করলো যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ মোট ৬৮৮ মিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাক শিল্পের পাশাপাশি বৈচিত্রময় পণ্য যেমন ফুটওয়্যার ও ফুটওয়্যার এক্সেসরিজ, টেন্ট এবং ক্যাম্পিং ইকুইপম্যান্ট, হেয়ারকেয়ার প্রোডাক্ট ও এক্সেসরিজ, লুব্রেকেটিং ওয়েল, ডিসপোজেবল কাটলারি ইত্যাদি উৎপাদনের লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহ চুক্তি স্বাক্ষর করেছে। বেপজা অর্থনৈতিক অঞ্চলের ৩টি প্রতিষ্ঠান ইতোমধ্যে রপ্তানি কার্যক্রম শুরু করেছে এবং এ বছরের মধ্যে আরো ৩টি প্রতিষ্ঠান রপ্তানি শুরু করবে মর্মে আশা করা হচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) ফজলুল হক মজুমদারসহ কোম্পানিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেটেড ২৬ জুন, ২০২৪ ১২:০৫
দৈনিক বাংলা ডেস্ক

রোমো রউফ চৌধুরী ২৩ জুন অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। চৌধুরী ব্যাংক এশিয়ার একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। একজন শিল্পপতি হিসেবে তিনি ৩০ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। দেশের সফল তরুণ উদ্যোক্তাদের মধ্যে রোমো রউফ চৌধুরী একজন। চৌধুরী বর্তমানে র‌্যানকন গ্রুপের চেয়ারম্যান। র‌্যানকন গ্রুপের ৩০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো র‌্যানকন মোটরবাইকস লিমিটেড, র‌্যানকন মোটরস লিমিটেড, র‌্যাংগস লিমিটেড, র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড, র‌্যানকন অটোমোবাইলস লিমিটেড, র‌্যানকন ওশেনা লিমিটেড, র‌্যানকন সী ফিশিং লিমিটেড ও র‌্যানকন ইলেকট্রনিক্স লিমিটেড। বিজ্ঞপ্তি

বিষয়:

আয়ুর্বেদ এক্সপো উদ্বোধন

জাতীয় সেমিনার ও আয়ুর্বেদিক এক্সপো-২০২৪ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে দুই দিনব্যাপী এক্সপোর উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ২৬ জুন, ২০২৪ ১২:০৫
দৈনিক বাংলা ডেস্ক

জাতীয় সেমিনার ও আয়ুর্বেদিক এক্সপো-২০২৪ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে দুই দিনব্যাপী এক্সপোর উদ্বোধন করা হয়। বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন বামার সভাপতি ও হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. ইয়াহইয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসির উপ-পরিচালক ফাতেমা নার্গিস, ঢাকার ভারতীয় হাইকমিশনারের প্রতিনিধি ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক ইউনানী চেয়ার অধ্যাপক ডা. মনোয়ার হোসেন কাজমী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. মো. মাছুদুর রহমান, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। বক্তারা, এ দেশে আয়ুর্বেদিক ও ইউনানী চিকিৎসাকে ব্যাপকভাবে বিস্তৃত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি


banner close