মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

ঢাবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৩ ০৮:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গত বৃহস্পতিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এনামুল হকের সভাপতিত্বে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি


রিয়েলমি ঈদ ক্যাম্পেইনে মোটরসাইকেল বিজয়ী সাব্বির

রিয়েলমির স্মার্টফোন কিনে প্রথম পুরস্কার লুফে নিয়েছেন সাব্বির ইসলাম। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

স্মার্টফোন গ্রাহকদের মধ্যে নানা ধরনের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অবশেষে বহুল আকাঙ্ক্ষিত ঈদ ক্যাম্পেইনের সমাপ্তি টানলো তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ক্যাম্পেইনের উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে ভাগ্যবান বিজয়ীরা জিতে নিয়েছেন একটি মোটরসাইকেল, দুটি রেফ্রিজারেটর, তিনটি টেলিভিশন এবং পাঁচটি ওভেন। রিয়েলমির স্মার্টফোন কিনে প্রথম পুরস্কার লুফে নিয়েছেন সাব্বির ইসলাম। তিনি পেয়েছেন দুই লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল। এ ছাড়া ছয়জন বিজয়ী রিয়েলমি ডিভাইসের ওপর পেয়েছেন বিশেষ ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার। পাশাপাশি ব্র্যান্ডের প্রতিটি স্মার্টফোন কিনে গ্রাহকরা পেয়েছেন একটি ফ্রি ডেটা বান্ডেল অফার। রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেন চেন বলেন, ‘রিয়েলমি আয়োজিত ঈদ ক্যাম্পেইনটি আমাদের গ্রাহকদের মধ্যে যে আনন্দের সঞ্চার করেছে, তা দেখে আমরা অত্যন্ত খুশি। রিয়েলমিতে, আমরা শুধু গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের ডিভাইস সরবরাহ করি না, বরং আমাদের ফোন ব্যবহারকারীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতাও তৈরি করি। সব ক্যাম্পেইন বিজয়ী বিশেষ করে সাব্বির ইসলামকে গ্র্যান্ড প্রাইজটি জিতে নেওয়ায় অভিনন্দন জানাচ্ছি। এভাবে আমরা উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশে আমাদের রিয়েলমি পরিবারের মধ্যে আরও আকর্ষণীয় সুযোগ তৈরি করা চালিয়ে যেতে চাই।’ মোটরসাইকেল বিজয়ী সাব্বির ইসলাম বলেন, ‘রিয়েলমি আয়োজিত ঈদ ক্যাম্পেইনে গ্র্যান্ড প্রাইজ জিততে পেরে আমি রোমাঞ্চিত ও কৃতজ্ঞ। মোটরসাইকেল জেতা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার ঘটেছে। অসাধারণ সুযোগটি দেওয়ার জন্য এবং এ ঈদকে সত্যিকার অর্থে বিশেষ করে তোলার জন্য আমি রিয়েলমিকে ধন্যবাদ জানাচ্ছি।’

গ্র্যান্ড প্রাইজের পাশাপাশি এ ক্যাম্পেইনে দ্বিতীয় পুরস্কার হিসেবে দুজন বিজয়ীর প্রত্যেককে দেওয়া হয়েছে এক লাখ টাকা মূল্যের রেফ্রিজারেটর। তৃতীয় পুরস্কার বিজয়ী তিনজন পেয়েছেন ৫০ হাজার টাকা মূল্যের তিনটি টেলিভিশন এবং চতুর্থ পুরস্কার হিসেবে পাঁচজন ক্যাম্পেইন বিজয়ীর প্রত্যেকে পেয়েছেন ৩০ হাজার টাকা মূল্যের ওভেন। গ্রাহকদের চাহিদা বুঝতে সক্ষম একটি টেক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য রয়েছে রিয়েলমির। এ জন্য ভবিষ্যতে চমৎকার ডিভাইস বাজারে আনা এবং আকর্ষণীয় ক্যাম্পেইন আয়োজন করা চালিয়ে যাবে এই স্মার্টফোন ব্র্যান্ডটি। বিজ্ঞপ্তি

বিষয়:

উত্তরা ইউনিভার্সিটিতে সাবেক ছাত্র-ছাত্রীদের ল’ অ্যালামনাই রিইউনিয়ন

উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আইন বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ল’ অ্যালামনাই রিইউনিয়ন-২০২৪। গত শনিবার উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আইন বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ল’ অ্যালুমনাই রিইউনিয়ন-২০২৪। গত শনিবার উত্তরা ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় তিন শতাধিক অ্যাডভোকেট উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি নাইমা হায়দার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট ডিভিশন), প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আর লেখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সিনিয়র আইনজীবী, শাহ্ মনজুরুল হক এবং মো. মোস্তাফিজুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গাজীপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. জাকির হোসেন, ডিন, স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স ও চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব ল’, উত্তরা ইউনিভার্সিটি।

প্রধান অতিথি বিচারপতি নাইমা হায়দার তার বক্তব্যে অনুষ্ঠানে আগত অ্যাডভোকেটদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের পেশাগত জীবনে শুধু অর্থের পেছনে নয়, যদি নিষ্ঠার সাথে নিজেকে দেশের সেবক মনে করে কাজ করতে পারেন তাহলে সম্মান এবং ঐশ্বর্য দুটোই অর্জন করতে পারবেন এবং উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান পৃষ্ঠপোষক ও উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা তার বক্তব্যে বলেন, এখন পর্যন্ত উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে প্রায় তিন হাজার শিক্ষার্থী আইন পেশার সাথে নিয়োজিত রয়েছেন এবং সুনামের সাথে তারা তাদের মেধার স্বাক্ষর দিয়ে যাচ্ছেন, আমার কাছে এবং গোটা উত্তরা ইউনিভার্সিটি পরিবারের কাছে এটা একটা গর্বের বিষয়।

বিশেষ অতিথির বক্তব্যে উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী বলেন, উত্তরা ইউনিভার্সিটি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে লিডারশিপ তৈরির এক অন্যতম বিদ্যাপীঠ। এ রিইউনিয়ন এটাই প্রমাণ করে। বিজ্ঞপ্তি

বিষয়:

সিটিজেনস ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিটিজেন্স ব্যাংক পিএলসির বাণিজ্যিক কার্যক্রম শুরুর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সিটিজেন্স ব্যাংক পিএলসির বাণিজ্যিক কার্যক্রম আরম্ভের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তৌফিকা আফতাব এবং স্পন্সর শেয়ারহোল্ডার আনিসুল হক এমপি উপস্থিত ছিলেন। এ ছাড়া এস কে মো. ইফতেখারুল ইসলাম, স্পন্সর পরিচালক, এন কে এ মবিন, স্বতন্ত্র পরিচালক এবং মোহাম্মদ মাসুম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সিটিজেন্স ব্যাংক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

তিন বছরের জন্য স্কাউটসের নতুন সভাপতি মোজাম্মেল হক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম বার্ষিক (ত্রৈবার্ষিক) সাধারণ সভার মুলতবি সভা গত শনিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ এমপি।

কাউন্সিলররা ব্যালেটের মাধ্যমে সভায় পরবর্তী তিন বছরের জন্য (২০২৪-২০২৭) বাংলাদেশ স্কাউটসের সভাপতি, সহসভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন করেন এবং প্রধান জাতীয় কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি ও চিফ স্কাউটের কাছে নাম সুপারিশ করেন। পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটিতে কাউন্সিলর প্রতিনিধি নির্বাচিত করা হয়। ওই নির্বাচনে বাংলাদেশ স্কাউটসের সভাপতি পদে প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ও সাবেক কমিশনার, দুর্নীতি দমন কমিশন ড. মো. মোজাম্মেল হক, সহসভাপতি পদে জাতীয় কমিশনার (প্রকল্প) ও সাবেক সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মো. মোহসীন এবং কোষাধ্যক্ষ পদে জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) ও সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড এম এম ফজলুল হক আরিফ নির্বাচিত হন। প্রধান জাতীয় কমিশনার নিয়োগের জন্য বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ ও সাবেক সিনিয়র সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ড. মো. শাহ কামালের নাম রাষ্ট্রপতি ও চিফ স্কাউটের কাছে সুপারিশ করা হয়। এ ছাড়া কাউন্সিলর প্রতিনিধি পদে সাত জন স্কাউটার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। বিজ্ঞপ্তি

বিষয়:

আইইউবিএটি নতুন শিক্ষার্থীদের জন্য প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্স

ফল-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্স চালু করল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। গত শনিবার প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ফল-২০২৪ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্স চালু করলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। গত শনিবার প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।আইইউবিএটি-তে প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্সটি আগত নবীন শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে ব্যবধান কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। এক মাসের কোর্সের লক্ষ্য হলো ইংরেজিতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো।

কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস বলেন আইইউবিএটির ‘প্রি-ইউনিভার্সিটি’ ইংলিশ কোর্সটি এক মাস মেয়াদি ইংরেজি ভাষা শিক্ষার কোর্স, যা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সগুলোর আগেই সম্পন্ন করতে হবে। এই কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা স্বাধীন ও সক্রিয়ভাবে শেখার দক্ষতা অর্জন করবেন, যা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সফল হতে সহায়তা করবে। তিনি আরও বলেন শিক্ষার্থীদের দেশের জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে যা কিছু করা দরকার তা আইইউবিএটি করবে।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে অনেকেরই ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা কম থাকে। বিশ্ববিদ্যালয়ের চাহিদা আর বাস্তবতায় থাকে বিস্তর ফারাক। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের ভিত্তি মজবুত করে গড়ে তুলব বলেই ‘প্রি-ইউনিভার্সিটি’ ইংলিশ কোর্স চালু করেছি। উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মো. ফরহাদ হোসেন। ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোমতাজুর রহমান এবং ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. বিজয় লাল বসু উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

বেঙ্গল ইসলামি লাইফ ও মাল্টি ট্রেড এন্টারপ্রাইজের মধ্যে চুক্তি সই

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মাল্টি ট্রেড এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে গোষ্ঠী জীবন ও স্বাস্থ্য তাকাফুল চুক্তি সই হয়েছে। রাজধানীর মতিঝিলে বেঙ্গল ইসলামি লাইফের প্রধান কার্যালয়ে গতকাল রোববার ওই চুক্তি সই অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং মাল্টি ট্রেড এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে গোষ্ঠী জীবন ও স্বাস্থ্য তাকাফুল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর মতিঝিলে বেঙ্গল ইসলামি লাইফের প্রধান কার্যালয়ে গতকাল রোববার ওই চুক্তি সই অনুষ্ঠিত হয়। ওই তাকাফুল চুক্তিতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম এবং মাল্টি ট্রেড এন্টারপ্রাইজের পরিচালক মানসুর মাওলা আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। সইকৃত চুক্তি অনুযায়ী মাল্টি ট্রেড এন্টারপ্রাইজের সব কর্মকর্তা-কর্মচারী বেঙ্গল ইসলামি লাইফের গোষ্ঠী জীবন ও স্বাস্থ্য তাকাফুল সুবিধার অন্তর্ভুক্ত থাকবেন।

চুক্তি সই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক কাজী সামিরুল হক। এ ছাড়া বেঙ্গল ইসলামি লাইফের গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের প্রধান মো. মাজহারুল ইসলাম রানা, দাবি বিভাগের প্রধান মো. আনিসুর রহমান সুমন, গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মেহেদী হাসান এবং মাল্টি ট্রেড এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মো. ইফতেখারুল খবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

আইসিবির সদ্য যোগদান করা অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২৬ জন সদ্য যোগদানকৃত সিনিয়র অফিসার, সহকারী প্রোগ্রামার, অফিসার ও লাইব্রেরিয়ানদের ফাউন্ডেশন ট্রেনিং শীর্ষক প্রশিক্ষণ আইসিবির প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল রোববার শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২৬ জন সদ্য যোগদানকৃত সিনিয়র অফিসার, সহকারী প্রোগ্রামার, অফিসার ও লাইব্রেরিয়ানদের ফাউন্ডেশন ট্রেনিং শীর্ষক প্রশিক্ষণ আইসিবির প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল রোববার শুরু হয়েছে। ওই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন আইসিবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। এ ছাড়াও আইসিবির মহাব্যবস্থাপক মো. হাবীব উল্লাহ, উপ-মহাব্যবস্থাপক মো. মাহাবুব হাসান, সহকারী মহাব্যবস্থাপক নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


বেপজা পরিদর্শন চীনা টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রতিনিধিদলের

চীনা সিটিইএক্সআইসি করপোরেশনের চেয়ারম্যান হুয়াং লিয়ানশেংয়ের নেতৃত্বে চীনা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রির উচ্চ পর্যায়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল ঢাকার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী অফিস পরিদর্শন করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান পোশাক ও টেক্সটাইল ছাড়াও বৈচিত্র্যময় খাতে বিনিয়োগের জন্য চীনা প্রতিনিধিদলকে আহ্বান জানান। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক মসিহ্উদ্দিন বিন মেসবাহ্, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজ এবং নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) ফজলুল হক মজুমদার এ সময় উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
করপোরেট ডেস্ক

চীনা সিটিইএক্সআইসি করপোরেশনের চেয়ারম্যান হুয়াং লিয়ানশেংয়ের নেতৃত্বে চীনা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রির উচ্চ পর্যায়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার ঢাকার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী অফিস পরিদর্শন করেন। প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বাংলাদেশে ইপিজেডের সূচনা ও কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করেন। তিনি বলেন, ৪৩ বছর পূর্বে কার্যক্রম শুরু করে অদ্যাবধি বেপজা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নির্বাহী চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই লক্ষ্য অর্জনের অন্যতম মাধ্যম হলো উৎপাদন খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আনয়ন, তিনি যোগ করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘পর্যাপ্ত এবং সস্তা শ্রমশক্তির সহজলভ্যতার কারণে তৈরি পোশাক শিল্প আমাদের উৎপাদন খাতে আধিপত্য বিস্তার করে থাকলেও আমরা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য, গাড়ীর যন্ত্রাংশ, তথ্য প্রযুক্তি পণ্য, মেশিনারি পার্টসের মতো বৈচিত্র্যময় খাতে আরো বিনিয়োগকে উৎসাহিত করছি।’ পোশাক ও টেক্সটাইল ছাড়াও এসব বৈচিত্রময় খাতে বিনিয়োগের জন্য তিনি চীনা প্রতিনিধিদলকে আহবান জানান। হুয়াং লিয়ানশেং বেপজাকে ধন্যবাদ জানান এবং বেপজার সাথে সহযোগিতা জোরদার করাসহ টেক্সটাইল এবং পোশাক শিল্পে বিনিয়োগ বাড়ানোর সম্ভাব্য ক্ষেত্র অন্বেষণ করার আশা প্রকাশ করেন। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর বলেন, বেপজা বাংলাদেশের একটি অগ্রগামী বিনিয়োগ উন্নয়নমূলক সংস্থা। ৪৪ বছর ধরে পেশাদারত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ইপিজেডসমূহে বিনিয়োগকারীগণকে সেবা প্রদান করে আসছে সংস্থাটি। তিনি চীনা বিনিয়োগকারীদের তাদের পরবর্তী বিনিয়োগ গন্তব্য হিসেবে ইপিজেডসমূহ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহবান জানান। নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) ফজলুল হক মজুমদার পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বেপজার সার্বিক কার্যক্রম, পরিচালন পদ্ধতি এবং বেপজা থেকে ইপিজেডের বিনিয়োগকারীদের প্রদেয় সুবিধাদি, প্রণোদনা বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।


ড্যাফোডিল রেসপন্স সেন্টার উদ্বোধন

ড্যাফোডিল ফ্যামিলির করপোরেট কার্যালয়ে গত ১ জুলাই ড্যাফোডিল রেসপন্স সেন্টার উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ড্যাফোডিল ফ্যামিলির করপোরেট কার্যালয়ে গত ১ জুলাই ড্যাফোডিল রেসপন্স সেন্টার উদ্বোধন করা হয়। ড্যাফোডিল পরিবারের সব প্রতিষ্ঠানের পণ্য এবং তাদের সেবার পরিসর বৃদ্ধি করার জন্য ড্যাফোডিল রেসপন্স সেন্টার নামে একটি কল সেন্টারের কার্যক্রম চালু করা হয়। প্রাথমিকভাবে ড্যাফোডিল পরিবারের সব প্রতিষ্ঠানে কল সেন্টার সার্ভিস হিসেবে ব্যবহৃত হবে। পরবর্তীতে বিপিও মার্কেট তথা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মার্কেটে কল সেন্টারের সম্প্রসারণের জন্য ব্যবহৃত হবে। ড্যাফোডিল রেসপন্স সেন্টার উদ্বোধন করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্টার ড. নাদির বিন আলী, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারীসহ ড্যাফোডিল পরিবার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারহানা ফেরদৌসীর সাফল্য

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপারসন ড. ফারহানা ফেরদৌসীর ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস’ (এসিবিএসপি) প্রদত্ত ২০২৪-এর জন্য সম্মানজনক ‘টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছেন। এসিবিএসপি প্রদত্ত এ মর্যাদাপূর্ণ পুরস্কারটি ব্যবসায় প্রশাসন শিক্ষাক্ষেত্রে অসামান্য দক্ষতা ও অবদান রাখা শিক্ষাবিদদের প্রদান করা হয়। গত ২৭-২৯ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত এসিবিএসপির বার্ষিক সভায় অধ্যাপক ফেরদৌসীকে এ পুরস্কারটি প্রদান করা হয়। পাশাপাশি ড. ফেরদৌসীকে এসিবিএসপির (রিজিয়ন ১০)-এর কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়েছে। (রিজিয়ন ১০)-এ বাংলাদেশসহ এশিয়া মহাদেশের ১৬টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। বিজ্ঞপ্তি

বিষয়:

গ্যাভির সিএসও স্টিয়ারিং কমিটির চেয়ার হলেন নিজাম উদ্দীন  

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভ্যাকসিন ব্যবস্থাপনার বৈশ্বিক জোট গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভের (গ্যাভি) সিএসও কনস্টিওন্সি স্টিয়ারিং কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দীন আহম্মেদ। গত ১ জুন থেকে আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি দেশীয় উন্নয়ন সংস্থা স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটির স্বাস্থ্য বিভাগ এবং জাতীয় স্বাস্থ্যসেবা ‘স্বাস্থ্য বাতায়নের’ প্রধান নির্বাহী।

ডা. নিজাম উদ্দীন আহম্মেদ ৩০ বছরেরও বেশি সময় ধরে জনস্বাস্থ্য উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে আসছেন। শিশুদের টিকাদান কর্মসূচি, শিশু ও মাতৃমৃত্যু রোধ, এইচআইভি/এইডস প্রতিরোধ, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি, তামাক নিয়ন্ত্রণে পলিসি অ্যাডভোকেসি এবং করোনা প্রতিরোধসহ টেলিহেলথ সেবা বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি নীতিনির্ধারণী, কর্মসূচি ব্যবস্থাপনা ও মাঠপর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা এবং সিএসওদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি

বিষয়:

ক্যানস্যাট প্রতিযোগিতায় এশিয়ায় তৃতীয় ইউআইইউ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউআইইউ অ্যাস্ট্রো দল আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি আয়োজিত ক্যানস্যাট-২০২৪ প্রতিযোগিতায় এশিয়ায় তৃতীয় স্থান এবং বিশ্বে ১১তম স্থান অর্জন করেছে। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইউআইইউ অ্যাস্ট্রো দল আমেরিকান অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি আয়োজিত ক্যানস্যাট-২০২৪ প্রতিযোগিতায় এশিয়ায় তৃতীয় স্থান এবং বিশ্বে ১১তম স্থান অর্জন করেছে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড গত ৬ থেকে ৯ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির স্পন্সর হিসাবে ছিল নাসা, ইউএস নেভাল রিসার্চ ল্যাব (এনআরএল), সিমেন্স ইত্যাদি। ক্যানস্যাট হল একটি বার্ষিক স্টুডেন্ট ডিজাইন-বিল্ড-লঞ্চ প্রতিযোগিতা যা মহাকাশযান সম্পর্কিত বিষয়গুলোর জন্য একটি স্যাটেলাইট ক্যাপসুল (কন্টেইনার এবং প্রোব) ডিজাইন কাজ করে। এ স্যাটেলাইটটিকে প্রায় ৬৭০-৭২৫ মিটার উচ্চতায় উৎক্ষেপণ, সফল স্থাপনা প্রদর্শন এবং সফলভাবে অবতরণ না হওয়া পর্যন্ত সব তথ্য প্রদর্শন করা। ক্যানস্যাট প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বাংলাদেশ থেকে ৫টি দলসহ বিশ্বের মোট ৮০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ থেকে ২টি দল ইউআইইউ এবং আইইউবিসহ মোট ৩১টি দল ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। ওই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশগ্রহণ করে ইউআইইউর দল বিশ্বে ১১তম স্থান অর্জন করলেও এশিয়ান দলগুলোর মধ্যে ৩য় স্থান এবং বাংলাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করে। বিজ্ঞপ্তি

বিষয়:

দেশে প্রথমবারের মতো চালু হলো প্লাস্টিনেশন ল্যাবরেটরি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো প্লাস্টিনেশন ল্যাবরেটরি ও এনাটমি মিউজিয়াম কমপ্লেক্স। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগের অধীনে প্লাস্টিনেশন ল্যাবরেটরি ও এনাটমি মিউজিয়াম কমপ্লেক্স প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক বলেন, এনাটমি একটি কঠিন বিষয় হলেও এটা চিকিৎসা বিজ্ঞানের একটি বেসিক বিষয়। তাই এনাটমিতে দক্ষ না হলে ভালো চিকিৎসক হওয়া সম্ভব নয়। তাই দক্ষ চিকিৎসক হওয়ার জন্য এনাটমির ওপর পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন। প্লাস্টিনেশন পদ্ধতি অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ করার ক্ষেত্রে একটি অত্যাধুনিক পদ্ধতি। এ পদ্ধতির ওপর একটি ফেলোশিপ প্রোগ্রাম চালু করা সম্ভব হলে সমগ্র দেশের মেডিকেল শিক্ষার্থীরা উপকৃত হবে, যা মেডিকেল শিক্ষা ও গবেষণাকে আরও উন্নত সমৃদ্ধ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে ফেলোশিপ প্রোগ্রাম চালুর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আঞ্জুমান বানু, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

বিষয়:

banner close