বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে সপ্তাহে দুই দিন।
একইসঙ্গে কমেছে ব্যাংকিং কার্যক্রমের সময়ও। ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে সরকারি অফিসগুলো খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ব্যাংকগুলার স্বাভাবিক দাপ্তরিক কাজের সময় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক খোলার সময়ও এক ঘণ্টা করে এগিয়ে আসছে। একইসঙ্গে কর্মঘণ্টাও প্রতিদিন আট ঘণ্টা থেকে কমে হচ্ছে সাত ঘণ্টা।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসগুলোতে দিনের বেলা বৈদ্যুতিক বাতি যথাসম্ভব বন্ধ রাখতে বলা হয়েছে। পর্দার ব্যবহার কমানোর নির্দেশনাও দেয়া হয়েছে।
সচিব আরও জানান, আমন মৌসুমে সেচ নিশ্চিত করতে গ্রামাঞ্চলে আগামী ১০ থেকে ১৫ দিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দেয়া হয়েছে।
বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক লোডশেডিং চালু করেছে সরকার। জ্বালানি তেলের দাম এক লাফে বাড়ানো হয়েছে ৫০ শতাংশ পর্যন্ত। চলমান অবস্থায় আগে থেকেই অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা, এসি ব্যবহারে কৌশলী হওয়াসহ বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা এসেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা