আপডেট : ৯ এপ্রিল, ২০২৫ ২১:০৪
ছন্দে ফিরছেন বুবলী
বিনোদন প্রতিবেদক

ছন্দে ফিরছেন বুবলী

শবনম ইয়াসমিন বুবলী। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম শবনম ইয়াসমিন বুবলী। সুপারস্টার শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে ঢালিউডে নাম লিখিয়ে সংবাদ পাঠিকা থেকে তিনি হয়ে যান চিত্রনায়িকা। প্রায় ১০ বছরের সিনেমার ক্যারিয়ারে শবনম বুবলী শাকিব খান ছাড়া কোনো নায়কের বিপরীতে অভিনয় করে খুব একটা সাফল্য পাননি। তবে এবার রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় চিত্রনায়ক সিয়ামের বিপরীতে অভিনয় করে বেশ সাড়া পাচ্ছেন বুবলী। এম রাহিম পরিচালিত এই সিনেমার মুক্তির প্রথম দিন থেকেই সিনেপ্লেক্সের সব শো হাউসফুল ছিল।

তবে দর্শকদের কাছে তুমুল চাহিদা থাকলেও চেইন এই মাল্টিপ্লেক্সের সব শাখায় শো কম থাকায় সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটে। ‘জংলি’ টিম থেকে বারবার শো বাড়ানোর দাবিও তোলা হয়। সেই দাবির প্রেক্ষিতে দ্বিতীয় সপ্তাহে সিনেপ্লেক্সের শাখাগুলোতে ‘জংলি’র শো বাড়ানো হয়েছে দ্বিগুণ।

সিনেমা মালিক, চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও সরেজমিনে বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে খোঁজখবর নিয়ে জানা গেল, এখন পর্যন্ত বেশ আশানুরূপ ব্যবসা করছে সিনেমাটি। পাশাপাশি দর্শক সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসাও করছেন। আর দর্শকের এই ভালোবাসায় উচ্ছ্বসিত শবনম বুবলী। তিনি বলেন, ‘দর্শকের জন্যই সিনেমায় অভিনয় করি। তারা যখন হলে সিনেমা দেখতে আসে সত্যি ভালো লাগে। এ অনুভূতি ভাষায় বলে বোঝানো কঠিন।’

এই নায়িকা বলেন, ‘ঈদের দিন থেকেই আমার কাছের মানুষজন মোবাইলে জংলি নিয়ে শুভকামনা জানাতে থাকেন। তখন আমি সিদ্ধান্ত নিই সিনেপ্লেক্সে যাব, দর্শকের প্রতিক্রিয়া কাছ থেকে দেখব। এরপর আমরা একটি শো শেষ হওয়ার সময় থিয়েটারের ভেতরে ঢুকে দেখি সিনেমা শেষে সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এরপর আমাদের দেখে কাছে এসে অনেকেই তাদের অনুভূতির কথা প্রকাশ করেন। তখনই দর্শককে আমি কাঁদতে দেখি, যা দেখে আমি এবং সিয়াম দুজনই আবেগপ্রবণ হয়ে যাই। কারণ একজন আর্টিস্ট এর থেকে বড় অর্জন আর কী হতে পারে। এর জন্য দর্শকদের ধন্যবাদ।’

শবনব বুবলী আরও বলেন, ‘সব বিষয় নিয়েই একটি পরিপূর্ণ সিনেমা নির্মাণ হয়। এর মধ্যে সব সময় এগিয়ে রাখে সিনেমার গল্প। তারপর নির্মাতা, আর্টিস্ট এবং গোটা টিম ঠিকভাবে কাজ করলেই দর্শক ভালোবাসতে বাধ্য। তবে জংলির কোনো বিষয়টি দর্শককে আকৃষ্ট করছে, সেটি আলাদা করে বলতে হলে বলব, সিনেমার গল্প। কারণ এ গল্পই দর্শককে কাঁদিয়েছে। এরপর এ গল্পে যারা অভিনয় করেছেন এবং গোটা জংলি টিমই দর্শককে আকৃষ্ট করেছে।’

সিনেমার নায়ক চিত্রনায়ক সিয়ামকে প্রশংসায় ভাসিয়ে এ নায়িকা বলেন, ‘সিয়াম একজন দুর্দান্ত সহকর্মী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। অভিনয়ে ওর সিরিয়াসনেস আমাকে মুগ্ধ করেছে। এ ছাড়া জংলিতে তার যে ডেডিকেশন, তা তো দর্শক দেখেছে, যা প্রতিটি কাজেই সিয়াম করে দেখাচ্ছে। তাই এমন আর্টিস্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হওয়াটাই স্বাভাবিক।’

বুবলীর কাছ থেকে জানা গেল, দর্শকের সঙ্গে এ সিনেমাটি দেখতে মিরপুর সনি সিনেমা হলে যান অভিনেত্রী। তাকে দেখে সেখানে উপচে পড়া ভিড় জমে দর্শক ও ভক্তের। বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে সে মুহূর্তের ভিডিও। মাত্র ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘জংলি’ সিনেমা ও দর্শকের রিঅ্যাকশন দেখতে সনি সিনেমা হলে উপস্থিত হন বুবলী। দর্শকের ভিড় ঠেলে এ অভিনেত্রীকে রীতিমতো যুদ্ধ করে হলে প্রবেশ করতে হয়।