সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামে সুদের টাকা না পেয়ে ৩ সন্তানের মাকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ অভিযোগে ২ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- নুকালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে শেরালী (৪৮) ও একই গ্রামের লতিফ সরকারের ছেলে ইয়াসিন (৩৫)।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার রাতে তার স্বামী ট্রাকের সহকারীর কাজে চলে যান। তারপর গভীর রাতে শেরালী ও ইয়াসিন মদ পান করে বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ঘর থেকে বাইরে বের হলে তারা বলেন, ‘তোর স্বামীর কাছে ১৬ বছর আগের পাওনা সুদের টাকার জন্য বাড়ির বাইরে বেঁধে রাখা হয়েছে। তুই গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আয়। সরল মনে তাদের সঙ্গে বাড়ির বাইরে গেলে তারা গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আমার স্বামী বাড়ি এলে তাকে বিষয়টি জানাই।’
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন,বাদীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা