আপডেট : ৮ নভেম্বর, ২০২২ ২০:৪৯
খাদ্যঝুঁকির কথা সম্পূর্ণ রাজনৈতিক: নৌপ্রতিমন্ত্রী
রংপুর ব্যুরো

খাদ্যঝুঁকির কথা সম্পূর্ণ রাজনৈতিক: নৌপ্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

খাদ্য নিরাপত্তা নিয়ে যে ঝুঁকির প্রসঙ্গ উঠে আসছে তাকে সম্পূর্ণ রাজনৈতিক কথাবার্তা বলে অভিহিত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে খাদ্য নিরাপত্তার যে ঝুঁকির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক কথাবার্তা। দেশের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে এনএটিপ ফেজ-২ প্রকল্পের ম্যাচিং গ্র্যান্ডের মাধ্যমে সিআইজি সদস্যদের মধ্যে গাভী ও পিকআপ ভ্যান বিতরণ এবং এলডিডিপি প্রকল্পের মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে যে পরিমাণ রিসোর্স আছে, সেটি আমরা পুরোপরি ব্যবহার করতে পারিনি। পুরোপরি ব্যবহার করতে পারলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা শুধু নয়, খাদ্যে নিরাপত্তা নিশ্চিত করতে পারব। বর্তমান সরকার সে পদক্ষেপ নিচ্ছে।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি প্রধান বাংলাদেশকে এবং কৃষিনির্ভর অর্থনীতিকে আরও বেশি গতিশীল করতে কৃষি গবেষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়েছিলেন। কৃষিবিদরা শুধু বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাননি, তাদের গবেষণার ফলে আমরা বারো মাস সব ধরনের সবজি ও ফলমূল পাচ্ছি। ধানের উৎপাদন বিঘা প্রতি কয়েকগুণ বেড়ে গেছে।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর কৃষি নিয়ে গবেষণা নতুন করে শুরু হয়েছে উল্লেক করে প্রতিমন্ত্রী বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর গবেষণা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার জন্য অর্থায়ন করেছেন। আজ তার ফল পাচ্ছি। বর্তমান সরকার কৃষি গবেষণাকে উৎসাহ দিচ্ছে। আজ যদি আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার দেশের দায়িত্বে না থাকত, তাহলে আমরা ভাতে মারা যেতাম। আমরা মঙ্গাপীড়িত রংপুরের কথা ভুলে গেছি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আজ শেখ হাসিনার সরকার এই জায়গায়টায় গুরুত্ব দিচ্ছে বলেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজ ওয়ানুল হক, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার আহমেদ সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়সহ অন্যরা।