আপডেট : ১১ অক্টোবর, ২০২৪ ২১:৩৮
ঢামেক হাসপাতালের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
নিজস্ব প্রতিবেদক

ঢামেক হাসপাতালের পাশে পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন আনসার সদস্যরা। তার বয়স আনুমানিক ৬০ বছর।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা আনসার সদস্য ইলিয়াস জানান, ‘আজ সকালের দিকে আমি ঢামেক হাসপাতালের বাগান গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলাম। খবর পেয়ে সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘সকালের দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।’