আপডেট : ৪ এপ্রিল, ২০২৪ ২৩:০৭
থানচিতে পুলিশ-বিজিবির সঙ্গে কেএনএফের গোলাগুলি
নিজস্ব প্রতিবেদক

থানচিতে পুলিশ-বিজিবির সঙ্গে কেএনএফের গোলাগুলি

প্রতীকী ছবি

বান্দরবানের থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি চলছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গোলাগুলি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।

তিনি বলেন, ‘রাত ৯টার দিকে একদল সশস্ত্র লোক এসে থানচি বাজারে গুলি শুরু করে। পরে তারা থানায় গুলি চালায়। পুলিশ আর বিজিবিও পাল্টা গুলি করছে। হাসপাতালের পেছন দিকেও গুলি হচ্ছে। পরিস্থিতিটা আসলে এর কমই।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করেছে র‌্যাব। দুই দিনের অভিযানের পর রুমা বাজারের পাশের একটি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা লুটে করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একইসঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন বুধবার দুপুরে থানচিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা।