আপডেট : ২ এপ্রিল, ২০২৪ ১৬:১৪
প্রশংসিত বাপ্পার ‌‘ব্যস্ত শহর’
বিনোদন ডেস্ক

প্রশংসিত বাপ্পার ‌‘ব্যস্ত শহর’

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের ‘ব্যস্ত শহর’ গানটি শ্রোতাদের প্রশংসায় ভাসছে। গানটি লিখেছেন সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিক। সম্প্রতি বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। ‌‘যান্ত্রিক নাগরিক জীবনে মানুষ এখন কাছাকাছি থেকেও যেন কেউ কারো না। পাশের ফ্ল্যাটের প্রতিবেশীও যেন ভিনগ্রহের কোনো অচেনা মানুষ।’ এমন কথার গানে বাপ্পা মজুমদারের গায়কীতে গানটি ভিন্নতা পেয়েছে। এটি সায়ীদ আবদুল মালিকের লেখা দ্বিতীয় গান। গানটি নিয়ে গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, ব্যস্ত শহরের নানা যান্ত্রিক জটিলতা ও মানুষে মানুষে সম্পর্কের টানাপড়েন নিয়েই গানটি লেখা। গানটির জনপ্রিয়তা গীতিকার হিসেবে আমার ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আমার বিশ্বাস।