আপডেট : ১৮ মার্চ, ২০২৪ ১৪:০৪
বিএসএমআরএমইউতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপিত
দৈনিক বাংলা ডেস্ক

বিএসএমআরএমইউতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদ্‌যাপিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনের কর্মসূচি শুরু হয় জাতির পিতার জীবনীর ওপর নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ প্রদর্শনীর মধ্য দিয়ে। পরবর্তী সময়ে জাতির পিতার জীবনীর ওপর আলোচনার আয়োজন করা হয়। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি