জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বদেশ ভাবনা: বাঙালির মুক্তি সংগ্রাম’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ আলী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাসুদা ভাট্টি। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসি। প্রবন্ধ ও আলোচনায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ, স্বদেশ প্রেম, রাজনৈতিক জীবন এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের নানা বিষয় উঠে আসে। সেমিনার ও আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমান মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ। বিজ্ঞপ্তি
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা