একের পর এক সুখবর আসছে মাসুদ রানাকে নিয়ে ছবি ‘এমআর-৯’ ঘিরে। ছবির আবহসংগীত করবেন দুইবারের গ্র্যামিজয়ী ভারতীয় সংগীত পরিচালক রিকি কেজ। এর আগে এই ছবিতে হলিউড অভিনেতা ফ্রাঙ্ক গ্রিলো যুক্ত হয়ে চমকে দিয়েছিলেন।
কাজী আনোয়ার হোসেনের লেখা ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। বাংলাদেশ-আমেরিকান পরিচালক আসিফ আকবর ছবির পরিচালক। যেখানে মাসুদ রানার চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে। গ্রিলোকে দেখা যাবে খলনায়ক রোমান রসের চরিত্রে। মার্কিন গণমাধ্যম ডেডলাইন এই প্রতিবেদন করেছে।
ডেডলাইন বলছে, ছবির শুটিং ইতিমধ্যে শেষ। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। কেজ বলেন, “আমি খুবই কম ছবির কাজ করি। ‘এমআর-৯’-এ যুক্ত হতে পেরে গর্ববোধ করছি।” তিনি আরও জানান, নির্মাতা আসিফ আকবর কেবল একটি অ্যাকশন থ্রিলার ছবিই বানাচ্ছে না, বরং একজন আন্তর্জাতিক গোয়েন্দা পাওয়া যাচ্ছে যে একেবারেই দক্ষিণ এশীয়।
কেজের জন্ম যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায়। বেড়ে উঠেছেন ভারতের ব্যাঙ্গালুরুতে। এশিয়া ও পশ্চিমা যন্ত্রের সমন্বয়ে সংগীত সৃষ্টিতে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বেশ সুনাম কুড়িয়েছেন কেজ। ২০১৫ সালের গ্র্যামি আসরে ‘উইন্ডস অব সামসারা’ বেস্ট নিউ এজ অ্যালবাম পুরস্কার জেতে। যুক্তরাষ্ট্রের বিলবোর্ডের তালিকায় শীর্ষে ছিল অ্যালবামটি। এ ছাড়া সম্প্রতি ‘ডিভাইন টাইডস’ অ্যালবামের জন্য কপল্যান্ড ব্যান্ডের সঙ্গে দ্বিতীয়বার গ্র্যামি জয় করেন।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আল ব্রাভো ফিল্মস ও এমআর-৯ ফিল্মস প্রযোজনা করছে ছবিটি। ছবির চিত্রনাট্য লিখেছেন আসিফ আকবর, আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা