আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৩০
উল্টে পড়া অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, যুবক নিহত
নোয়াখালী প্রতিনিধি

উল্টে পড়া অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কায় আবু নুর মোহাম্মদ মাসুম (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকালে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম লক্ষীপুর সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। এ দুর্ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা (৫০) গুরুতর আহত হয়েছেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘সোমবার সকালে মাসুম ও তার ভাই মাসুদ অ্যাম্বুলেন্সে করে ফেনী যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙ্গা এলাকায় পৌঁছলে সামনে থাকা ব্যানার চাকায় পেঁচিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। ওই সময় পিছনে থাকা একটি ট্রাক অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারলে সেটি রাস্তার উল্টো পাশে পড়ে। এতে ঘটনাস্থলে মাসুমের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘ট্রাকটি নিয়ে ড্রাইভার পালিয়ে যায়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হবে।’