আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৫১
গাইবান্ধায় অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের ডাঙ্গার বিলে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ। ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বিল থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের ডাঙ্গার বিল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয় নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।

স্থানীয়রা জানান, সকালে জমিতে কাজ করতে গেলে বিলের মাঝখানে ভাসমান ওই যুবকের মরদেহ ভাসতে দেখেন কৃষকরা। মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মরদেহ দেখতে ভিড় জমান। পরে পুলিশে খবর দেয়া হলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

ওসি শামসুল আলম শাহ বলেন, ‘সকালে ওই বিলের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’