টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার সংঘর্ষে মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন।
বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর চেচুয়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত কামাল কামালপুর এলাকার মকবুল হোসেনের ছেলে। স্থানীয় ধলাপাড়া বাজারে মুদি ব্যবসা করতেন বলে জানা যায়। এ ঘটনায় আহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কদ্দুস বলেন, ‘দুপুর সাড়ে ৩টার দিকে ধলাপাড়া থেকে ছেড়ে যাওয়া মালবাহী মাহিন্দ্রা গাড়ি শহরগোপিনপুর চেচুয়াপাড়া পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হন। ধাক্কা দেওয়া ওই মালবাহী মাহিন্দ্রা গাড়িকে এখনো আটক করা যায়নি।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা